জম্মু-কাশ্মীরে জয়ের হাসি হাসছে কংগ্রেস-এনসি জোট!
জম্মু-কাশ্মীরে এবার সরকার গড়তে চলেছে কংগ্রেস-এনসি জোট। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অন্তত সেই আভাসই দিচ্ছে। উক্ত বিধানসভায় মোট আসন সংখ্যা ৯০টি। আর ম্যাজিক ফিগার অর্থাৎ ৪৫+১=৪৬টি আসন সংখ্যা ছুঁতে পারলেই সরকার গঠন করতে পারবে এই জোট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ওমর আব্দুল্লাহর দল।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের ১০ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হল। ইতিমধ্যেই ৯০টি আসনের মধ্যে ৫০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-এনসি জোট। ২টি আসনে জয়লাভ করেছে এই দল। অন্যদিকে, সিপিএম এনসি-কংগ্রেস জোটের অন্যতম শরিক সিপিএমও ১টি আসনে এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশনের গণনা থেকে জানা গেছে এনসি-কংগ্রেস জোটের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮ শতাংশ। বিজেপির ঝুলিতে রয়েছে ২৬.৭২ শতাংশ ভোট। পিডিপি পেয়েছে ৭.৮৯ শতাংশ ভোট। অন্য দলগুলির প্রাপ্ত মোট ভোট শতাংশ ২৭।
২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। তখন আসন ছিল ৮৭টি, এখন তা বেড়ে ৯০টি হয়েছে। এই আবহেই সূত্র মারফত জানা গেছে, এই রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এখনও সম্পূর্ণ প্রকাশিত না হলেও, মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি পরাজয় স্বীকার করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি পিছিয়ে ছিলেন। এই ফলাফল তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।