সমাজে ছেয়ে যাচ্ছে এক নতুন অসুখ।
সময় যত গড়াচ্ছে ততই আরজিকর ঘটনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই ঘটনাকে সামনে রেখেই বিভিন্ন স্তর থেকে উঠছে প্রতিবাদের গর্জন। এই প্রতিবাদ সমাজ মাধ্যমকে বদল করার প্রতিবাদ, এই প্রতিবাদ সামাজিক পরিকাঠামোকে পরিবর্তনের প্রতিবাদ। তবে আরজিকরের মতন অতীতের এবং বর্তমানের ঘটনার রেস সামাজিক স্তরে যে তীব্র বিচ্ছুরণ ঘটিয়েছে তার থেকে নিস্তান পাওয়া অত্যন্ত প্রয়োজন । বিশেষ করে এই জাতীয় ঘটনার রেশ আছড়ে পড়েছে শিশু থেকে বাচ্চা প্রত্যেকের ওপর। স্কুলের পড়ুয়াদের ওপর এই জাতীয় ঘটনা এক অভিশাপের আকার ধারণ করেছে। যেখানে আমরা প্রায় সময় বলে থাকি শৈশব হারাচ্ছে পড়ুয়াদের ভিতর, তার কারণ অতিরিক্ত পড়ার এবং প্রতিযোগিতার চাপ। কারণ ঠিক সেই সময় এই জাতীয় অসুস্থ মানসিকতার কিছু কার্যপ্রণালী দ্রুততার সঙ্গে ছেয়ে যাচ্ছে সমাজ মাধ্যম এর সঙ্গে। কিভাবে মিলবে এর থেকে সুরাহা? "ভারত টিভির" এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে আসে সেই সমস্ত তথ্য