অভয়ার বিচার চেয়ে আন্দোলন চলছে। এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন চলছে। এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে সমাজের সর্বত্র। রোগী পরিষেবা দিয়ে নিজেদের কাজে ফিরতে বারবার সদর্থক সুর শোনা যাচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের গলায়। বৃহস্পতিবার রাজ্যের তরফে মেইল করে বৈঠকের আহ্বান জানানো হয়। যেখানে বলা হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের ১৫ জনের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন বৈঠকে। যদিও চিকিৎসকদের দাবি মত পরে সেই সংখ্যা বেড়ে হয় ৩২। আরো একটি দাবি ছিল সম্পূর্ণ বৈঠকটি হতে হবে লাইভ সম্প্রচার। আন্দোলনকারীদের এই দাবি মেনে নেওয়া হয়নি রাজ্যের তরফে। কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্ট সরাসরি সম্প্রচার করতে পারলেও আমরা পারি না। এর কোন অনুমতি নেই। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কৌশিক মুখোপাধ্যায় বলেন, প্রকৃত দোষী কে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করলেই আবারো কাজে ফিরবেন তারা।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.