লন্ডনের হেরিটেজ ভবনে শারদোৎসব, সেজে উঠেছে চন্দননগরের আলোয়

লন্ডনের হেরিটেজ ভবনে শারদ উৎসব (LSU), এই আয়োজন বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে লন্ডনের বুকে তুলে ধরে প্রতি বছর। এবছর ১৬ তম বছর লন্ডন শারদ উৎসবের। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় শারদ উৎসব। প্রতি বছরের মতো এই বছরের পুজোতেও রয়েছে নানান আকর্ষণ। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে ঐতিহ্যবাহী ভবন পিটজাঙ্গার ম্যানর, যা একটা গ্রেড ওয়ান তালিকাভুক্ত হেরিটেজ ভবন। এটি ইলিং-এর একটি আইকনিক ভবন। এটি ১৯৮৭ সালে ঐতিহ্যবাহী ভবন হিসাবে ঘোষণা করা হয়েছিল।

পিটজাঙ্গার ম্যানর (Pitzhanger Manor) হল একটি ইংরেজ কান্ট্রি হাউস, যা নিওক্লাসিক্যাল আর্কিটেক্ট স্যার জন সোয়েনের বাড়ি হিসেবে বিখ্যাত । ১৮০০ থেকে ১৮০৪ সালের মধ্যে লন্ডনের পশ্চিমে বর্তমানে ওয়ালপোল পার্ক, ইলিং-এ নির্মিত রিজেন্সি ম্যানর হল একটি বিরল এবং দর্শনীয় উদাহরণ যেটি স্যার জন সোয়েন নিজেই ডিজাইন, নির্মাণ করেছিলেন এবং বসবাসও করতেন।

পিটজাঙ্গার ম্যানর এবং Gallery ১৯৮৭ সালে একটি হেরিটেজ আকর্ষণ হিসেবে ঘোষিত হয়, পরে ১৯৯৬ থেকে সমসাময়িক শিল্প প্রদর্শনীর স্থান হিসেবে গড়ে ওঠে। ২০১৫ সালে, পিটজাঙ্গার একটি বড় সংরক্ষণ প্রকল্পের জন্য বন্ধ করে দেওয়া হয়।  ১৬ মার্চ ২০১৯-এ পিটজাঙ্গার ম্যানর এবং Gallery পুনরায় খোলা হয়েছে, ১৭৫ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সোয়েনের আসল নকশা প্রকাশ করা হয়েছে। এরূপ ঐতিহ্যবাহী ভবনে দুর্গা পুজোর আয়োজনে ঐতিহ্য আরও কিছুটা বাড়ল।

কলকাতায় এবং কলকাতার বাইরেও বনেদী বাড়িতে পুজোর চল আছে, তবে বিদেশের মাটিতে, বিশেষত লন্ডনের বুকে হেরিটেজ ভবনে দুর্গা পুজো, একটা অন্য মাত্রা যোগ করবে। চন্দননগরের সরকার ইলেকট্রিক্যালসের লাইটিংয়ের কাজে সেজে উঠেছে লন্ডনের এই হেরিটেজ ভবন।  সরকার ইলেকট্রিক্যালসের অরিন্দম সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ঐতিহ্যবাহী ভবনের হল ঘর সেজে উঠেছে আলো এবং বাংলার কল্কার নক্সায়। লাইটিংয়ের মাধ্যমে চব্বিশ হিন্দু দেব-দেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে উৎসব প্রাঙ্গণে।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.