হরিয়ানায় ফুটছে 'পদ্ম', পিছিয়ে কংগ্রেস, 'শূন্য' আপ!

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হরিয়ানার ৬টি আসনের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে বিজেপি ও কংগ্রেস দুই দলই ৩টি করে আসন জিতেছে। হরিয়ানার জুলানা কেন্দ্রে শেষ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী জোগেশ কুমারকে ৬০১৫ ভোট হারিয়ে শেষ হাসি হেসেছেন ভিনেশ ফোগাট। মনে করা হচ্ছে, এবারও মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন বিজেপির নয়াব সিং সাইনি।

হরিয়ানার বিধানসভা নির্বাচনে এবার জয়ের মুখ দেখছে 'পদ্ম' শিবির। দুপুর ১২টা নাগাদ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য সেই কথাই বলছে। এখনও পর্যন্ত হরিয়ানায় ৫০টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ৩৪টি আসন দখলে রেখেছে কংগ্রেস। আর বাকি আছে ৪টি আসন। এই ৪টি আসনে জয়লাভ করলেই হরিয়ানায় ফুটবে পদ্মফুল।

দুপুর ১২টা বেজে ২৫ মিনিটে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এগিয়ে রয়েছেন ৯৬৭১ ভোটে। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপির অনিল ভিজ পিছিয়ে রয়েছেন ৫৪৫ ভোটে। নবম রাউন্ডের গণনার শেষে কংগ্রেসের ভূপিন্দর সিংহ এগিয়ে রয়েছেন ৪৬৫৭৮ ভোটে।

নবম রাউন্ডের গণনা শেষে আপাতত হরিয়ানার জুলানায় ৪১৩০ ভোটে এগিয়ে রয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির যোগেশ কুমার। তৃতীয় ও চতুর্থ স্থান রয়েছেন যথাক্রমে আইএনএলডি ও জেজেপির প্রার্থীরা।

দুপুর ১১টা বেজে ৩৫ মিনিটের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ধীরে ধীরে পুরোনো ফর্মে ফিরছে বিজেপি। হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি এগিয়ে রয়েছেন ৬৫৯৫ ভোটে। কংগ্রেস প্রার্থী কুস্তিগীর বিনেশ ফোগাটের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৮। বিজেপির অনিল ভিজ পিছিয়ে রয়েছেন ৭১৭ ভোটে। কংগ্রেসের ভূপিন্দর হুডা এগিয়ে রয়েছেন ৪১০৭৭ ভোটে।

হরিয়ানায় ভোট গণনা শুরু হবার পরই শক্ত হয়েছিল কংগ্রেসের 'হাত'। সকাল ১০টা নাগাদ কংগ্রেস এগিয়ে ছিল ৬০টি আসনে। কংগ্রেসের অফিসের সামনে জড়ো হওয়া ভিড় জয়ের পূর্বাভাসের জানান দিচ্ছিল। কিন্তু বেলা গড়াতেই সামনে এল অন্য ছবি। হরিয়ানায় ধীরে ধীরে আসন দখল করতে থাকল বিজেপি।

অন্যদিকে, হরিয়ানার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছিল আম আদমি পার্টি। কিন্তু তাদের আসন সংখ্যা এখনও পর্যন্ত শূন্য। বিশেষজ্ঞরা মনে করছেন, আবগারি দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেলেও হরিয়ানার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনননি কেজরিওয়াল। জনগণ তাদের সিদ্ধান্ত অনুযায়ী আবার বিজেপিকেই বেছে নিচ্ছে।  
 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.