ফের ধর্ষণ করে খুন, তথ্য লোপাটের অভিযোগে ফের কাঠগড়ায় পুলিশ!

ফের আরজি কর কাণ্ডের ছায়া এবার জয়নগরে। ফের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ মৃতার পরিবারের। এফআইআর নিতে গড়িমসি করে পুলিশ, অভিযোগ মৃত ছাত্রীর পরিবারের। আরও একবার তথ্য লোপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

পেরিয়ে গেছে ৫৮ দিন। এখনও বিচার পায়নি তিলোত্তমা। বিচার চলছে দেশের সর্বোচ্চ আদালতে। পরবর্তী শুনানি পুজোর পর। 'উৎশব' থেকে 'উৎসবে' ফেরার দ্বন্দ্বের মাঝেই জয়নগরের কুলতলি এলাকায় ঘটে গেছে এক ঘৃণ্য ঘটনা। শুক্রবার অর্থাৎ ৪ তারিখ জয়নগরের কুলতলির বাসিন্দা ওই ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ওই ছাত্রী বাড়ি না ফেরায় তার খোঁজ করতে থাকে বাড়ির লোক। ঐদিন রাতেই জয়নগরের মহিষমারি এলাকার একটি জলাভূমি থেকে নয় বছরের ছাত্রীর দেহ উদ্ধার করা হয়।

মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে নিখোঁজ হবার সঙ্গে সঙ্গেই তারা জয়নগর থানায় অভিযোগ জানাতে যায়। তাদের সেখান থেকে কুলতলি থানায় যেতে বলা হয়। এমনটাই চলতে থাকে দীর্ঘ সময় ধরে। মৃতার পরিবার জানিয়েছে, পুলিশ সক্রিয় হলে তাদের মেয়েটাকে অন্তত প্রাণে বাঁচানো যেত। অভিযোগের কথা শুনেই পুলিশের তৎপর হওয়া উচিত ছিল, এমনটাই জানিয়েছে ওই মৃত ছাত্রীর পরিবার।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, জয়নগরের মৃত শিশুর দেহের ময়নাতদন্ত কল্যাণী এমসিতে করা হবে। সোমবার সকালেই মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে শিশুর দেহ নিয়ে গাড়ি কল্যাণীর উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ১০টা নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছায়।

ময়নাতদন্তের জন্য মৃত শিশুর দেহ কাঁটাপুকুর মর্গে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু রবিবার হাই কোর্টে এই বিষয়ে শুনানি চলাকালীন পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুলিশ পকসো আইনের কোনও ধারায় মামলা রুজু করেনি। আদালত রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করে এবং শিশুর পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেয়।

জয়নগরে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে, এবং এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরতে শুরু করেছে। সোমবার সকালে জয়নগরের মহিষমারি বাজারে অনেক দোকানপাট খুলে গিয়েছে, এবং কেনাবেচাও চলছে। কিন্তু রাস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ টহল দিচ্ছে এবং পুলিশ পিকেট স্থাপন করা হয়েছে।

আরও জানা গেছে, ময়নাতদন্ত শেষ হলে শিশুর দেহটিকে তার বাসস্থান অর্থাৎ জয়নগরেই নিয়ে আসা হবে। এই ঘটনার পর থেকেই রবিবার সারাদিন উত্তপ্ত ছিল জয়নগরের মহিষমারি এলাকা। তাই ময়নাতদন্তের পর শিশুটির দেহ নিয়ে আসা হলে যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায় সেদিকেই বাড়তি নজর রাখা হচ্ছে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে।
 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.