পাড়ি দিন অজানা এই পাহাড়ি গ্রামে, পাবেন স্বর্গসুখ!

ভ্রমণ পিপাসু বাঙালীদের কাছে পাহাড় মানেই দার্জিলিং। কিন্তু একই জায়গায় বারবার যেতে কারই বা ভাল লাগে বলুন? অফবিট জায়গা খুঁজছেন? তবে তার সন্ধান মিলবে এখানেই। পাহাড়ে ঘেরা নিরিবিলি গ্রাম, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, দূরে আরও কিছু বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে। রাত যত বাড়ছে জাঁকিয়ে পরছে শীত। নাহ শুধু গল্পের বইয়ের পাতায় নয়, বাস্তবেও কিন্তু এমনটা সম্ভব। 


কালিম্পং থেকে মাত্র ২ কিমি দূরে রয়েছে একটা গ্রাম। নাম তার গোকুল। শহরের হইচই থেকে দূরে শীতের রাতে বন ফায়ারের আনন্দ উপভোগ করতে চাইলে আসাই যায় এখানে। একদম নতুন এই গ্রামে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই গ্রামেই রয়েছে নানান হোমস্টে। পছন্দসই একটা হোমস্টে বেছে নিয়ে উপভোগ করুন পাহাড়ের অনাবিল সৌন্দর্য। জানলা খুললেই দেখতে পাবেন পাহাড়ের ঢালে চাষ করা হচ্ছে বিভিন্ন সব সবজি, আকাশে খেলা করে বেড়াচ্ছে সাদা মেঘ। 


কিন্তু যাবেন কীভাবে? নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে পাহাড়ি পথে পাড়ি দিন কালিম্পং-এর উদ্দেশ্যে। কালিম্পং থেকে গাড়ি নিয়ে আর আধ ঘণ্টা মতন, তারপরই হিমেল হাওয়া আর নিরিবিলি পরিবেশ আপনাকে জানান দেবে যে আপনি ইতিমধ্যেই প্রবেশ করতে চলেছেন গোকুলে। 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.