দেশে বসেই ক্রুজ ভ্রমণ, কিন্তু কোথায়?

একটা নিশ্চিন্ত ছুটির দিন, সামনে নীল জলাশয়, আপনি আর আপনার পছন্দের মানুষ ভেসে যাচ্ছেন ক্রুজ শিপে করে। ভাবছেন সে তো অনেক খরচ, যেতে হবে বিদেশ! কিন্তু না। নিজের দেশেই আপনি পেতে পারেন ক্রুজ ভ্রমণের এই সিন্যাম্যাটিক সুযোগ।

ভ্রমণের এই বর্ণনা শুনে সমুদ্রের কথা মাথায় এলেও এই পরিষেবা চালু হচ্ছে উত্তরাখণ্ডের তেহেরি লেকে। উত্তরাখণ্ড পর্যটন বিভাগের উদ্যোগে ২০২৫ সালের চারধাম যাত্রার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে।

তেহরি লেকে যাবার জন্য গাড়ি নিয়ে পৌঁছে যান ভায়া কানাতাল টু মুসৌরি। পাহাড়ের কোলে থাকা এই হ্রদটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। ওয়াটার স্পোর্টসের জন্য এই লেক ট্যুরিস্টদের কাছে খুব জনপ্রিয়। ক্রুজ় শিপের ম্যানেজার বিজয় বিস্ত জানান যে, এই পরিষেবা শুরু হলে শিল্পের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.