চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ থেকে নাম তুলে নিতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব
কলকাতা লিগ থেকে এবার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে নিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। চলতি মরশুমে যেভাবে প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিং বনাম ইস্টবেঙ্গল ম্যাচে খেলাটি ড্র হয়েছিল ২-২ গোলে। অভিযোগ ওই ম্যাচে আইএফএ নিয়ম মেনে চারজন ভুমিপুত্রকে খেলেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। যেভাবে আইএফএ মহমেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের পুরো পয়েন্ট লালহলুদকে দিয়েছে, তা একেবারেই মানতে পারছে না এই দল। এই ঘটনার বিরুদ্ধে যে প্রতিবাদ তা ম্যাচ শেষ হবার ২৪ ঘন্টার মধ্যেই হওয়া উচিত ছিল। এতো দেরিতে কেন হল? এই সুর তুলেই ভারত টিভির কাছে অভিযোগ এনেছেন মানস ভট্টাচার্য। আইএফএর সূচি নিয়েও তাঁদের সমস্যার কথা তারা আগেই জানিয়েছিলেন। চলতি মাসে আইলিগের তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তারা ইতিমধ্যে দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ডিএইচসি আইএফএকে জানায় যে, তাদের ১২ দিনের মধ্যে ৮টি ম্যাচ খেলতে হচ্ছে এবং এই কারণে চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে বিশ্রামের প্রয়োজন। কিন্তু আইএফএ তাদের অনুরোধে কর্ণপাত করেনি এবং ১৪ অক্টোবর, সোমবার, ম্যাচ নির্ধারণ করেছে। এই সিদ্ধান্তের ফলে এই ক্লাব বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এই বিষয়টির সম্পর্কে ভারত টিভিকে দেওয়া একান্ত ফোন ইন সাক্ষাৎকারে আইএফএ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মানস ভট্টাচার্য।