ডাক্তারদের সস্তা সুবিধাবাদী রাজনীতি, বিস্ফোরক কুণাল!
জুনিয়র ডাক্তারদের অনশন সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "জুনিয়র ডাক্তাররা নাকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এখানে আসতে অনুরোধ করছেন!! এটা ঠিক হলে-
1) মনে রাখুন ডাক্তারদের কর্মবিরতিতে দিল্লিতে এসমা জারি হয়েছিল।
2) মণিপুর জ্বলছে, হতাহত, নারীনির্যাতন অসংখ্য, উনি যাননি।
3) দিল্লির উপকন্ঠে কৃষক বিক্ষোভের সময় ওঁদের দমনপীড়নটা মনে আছে?
4) উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, মহারাষ্ট্রের পরপর নারীনির্যাতন ভুলে গেলেন?
5) সুপ্রিম কোর্ট বলেছেন ডাক্তার ইস্যু সারা দেশের সমস্যা। টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন।
6) সোনার মেয়ে কুস্তিগীরদের নির্যাতনকারী বিজেপি সাংসদ ব্রিজভূষণকে সঙ্গে নিয়েই লোকসভায় বসতেন প্রধানমন্ত্রী।
-তালিকা দীর্ঘ।
এরপরেও তাঁর দ্বারস্থ হলেন রামবাম জোট আর এই অংশের ডাক্তারদের সস্তা সুবিধাবাদী রাজনীতিই সামনে আসবে।"
এভাবেই জুনিয়র ডাক্তারদের খোলাখুলি আক্রমণ করেছেন তিনি। এর আগেও একধিকবার তার কণ্ঠে বিরূপ মন্তব্য শোনা গেছে। জুনিয়র ডাক্তারদের বিপক্ষে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এবারও একই চিত্র ধরা পড়লো তার লেখনীতে।