অশান্তির রাজনীতি চান জুনিয়র ডাক্তাররা, কটাক্ষ কুণালের

আবারও ধর্মতলায় জুনিয়র ডাক্তরদের অনশনকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখলেন, "ধর্মতলার মঞ্চে লোক আসছে না। ওদিকে পুজোয় ভিড়। তাই হঠাৎ ম্যাটাডোর নিয়ে বড় পুজোর ভিড়ে গিয়ে ঘুরে ঘুরে প্রচারের নামে যানজট, গোলমালের অপচেষ্টা। এটা কী করছেন একাংশের জুনিয়র ডাক্তার?? সিবিআই চার্জশিটের পরেও পুজোর সময় অশান্তির চেষ্টা কেন? পুলিশের সংযম, সৌজন্যকে আঘাত করে যাঁরা বিপ্লবী সাজছেন, তাঁরা ন্যায়বিচার চান না, অশান্তির রাজনীতি চান।"
এভাবেই জুনিয়র ডাক্তারদের 'অভয়া পরিক্রমা'কে কটাক্ষ করলেন তৃণমূল নেতা। এর আগেও আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আচরণ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। এবারও সেই পথেই হাঁটলেন তিনি। গত মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকদের 'গণ ইস্তফা' সম্পর্কেও বিরোধমূলক মন্তব্য করেছিলেন তিনি।
এছাড়াও, আজ জুনিয়র ডাক্তারদের জোড়া কর্মসূচি সম্পর্কে তিনি আরও লিখেছেন, "আজ ষষ্ঠী। মানুষ ঠাকুর দেখতে পথে নামছেন দুতিনদিন ধরেই। দোকানবাজারও চলছে। এর মধ্যে ঘুরে ঘুরে গোলমালের প্ররোচনা দেওয়ার চেষ্টা বড় চক্রান্তের অঙ্গ। যাঁদের ইচ্ছা, ধর্মতলার ধর্নামঞ্চে যাবেন। কিন্তু তাঁরা ঘুরে ঘুরে অস্থিরতা করবেন, এসব কেন? সিবিআই চার্জশিটের পরেও পুজোর মধ্যে কেন অনশন, কেনই বা ঘুরে ঘুরে উত্তেজনা তৈরির অপচেষ্টা?"
তৃণমূল নেতার এই ধরণের মন্তব্যকে মোটেই সাদরে গ্রহণ করছে না সাধারণ মানুষ। আজ সকালেই নাগরিক সমাজের একাংশ মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে একটি ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেলে উল্লেখ করা হয়েছে আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের কথা সহ জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির কথা।