সিবিআই-এর হেফাজতে কালীঘাটের কাকু, স্বাস্থ্য পরীক্ষার দিকেও বিশেষ নজর!

শনিবার পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকুকে রাখা হবে সিবিআই-এর হেফাজতে। মঙ্গলবার আদালতের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে সুজয়কৃষ্ণকে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু 'শারীরিক অসুস্থতার' কারণে উপস্থিত হতে পারেননি তিনি। জেল কর্তৃপক্ষ মারফত জানা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ। এই আবহেই অভিযুক্তকে অন্য হাসপাতালে এনে, তার স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবছে সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হতে পারে।
অন্যদিকে, কালীঘাটের কাকুর আইনজীবী সেলিম রহমান আদালতে বলেছেন যে, যেহেতু এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণ বাবুর জামিন পাবার সম্ভাবনা রয়েছে, তাই তাকে জেল হেফাজতে নিতে চাইছে সিবিআই। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে কালীঘাটের কাকুর যোগসূত্র খুঁজে পেয়েছে তারা। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা তুলে সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন সুজয়কৃষ্ণ বাবু। আদালতে মামলা চলাকালীন বিচারক সাফ জানিয়েছেন যে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কীভাবে সশরীরে আদালতে হাজির করানো যায়, সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি।