সময় নষ্টের বৈঠক, এবার এনআরএসের ডাক্তারদের 'গণ ইস্তফা'!

এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও দিলেন 'গণ ইস্তফা'। ধর্মতলা চত্বরে অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তাররা আগেই 'গণ ইস্তফা' দিয়েছিলেন। তারপর একই পথ অনুসরণ করেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা। গতকাল মহাষষ্ঠীর পুণ্য লগ্নে এনআরএস-এর ডাক্তাররাও দিলেন 'গণ ইস্তফা'।

বুধবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩৪ জন ডাক্তাররা একযোগে দিলেন ইস্তফা। পরপর শহরের নামি হাসপাতালগুলোতে এভাবে চিকিৎসকদের ইস্তফার ফলে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এনআরএস মেডিক্যাল কলেজের ডাক্তাররাও হুঁশিয়ারি দিয়েছেন যে ২৪ ঘণ্টার মধ্যে কোনও পদক্ষেপ গৃহীত না হলে তারাও আর পরিষেবা দেবেন না।

সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও এই একই চিত্র ধরা পড়েছে। জানা গেছে, এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও  কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজও এই পন্থাই অবলম্বন করতে পারে। অন্যদিকে, স্বাস্থ্য ভবনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুনিয়র ডাক্তারদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। এখনও ওঠেনি তাদের অনশন। তারা স্পষ্ট জানিয়েছেন যে সরকার অত্যন্ত অনমনীয়। এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। ফলত, অনেকেই মনে করছেন, এই বৈঠক একেবারেই নিষ্ফল, অযথা সময় নষ্ট। 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.