জলপাইগুড়ি জেলায় নতুন পথের উদ্বোধন করলেন রাজনাথ সিং

জলপাইগুড়ি জেলা সংলগ্ন নতুন সড়কপথের উদ্বোধন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সিকিমের গ্যাংটক শহর থেকে ওয়েব টেলিকাস্টিং-এর মাধ্যমে এই সড়কপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

নতুন এই পথটি চিন সীমান্তে মোতায়েন সেনাকে লজিস্টিক সাপোর্ট দিতে আরও এক ধাপ এগোলো ভারত। উদ্বোধনকালে রাজনাথ সিং বলেন, “এটি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে।”

বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিক শ্রী জ্ঞানেশ্বর প্রসাদ জানান, এই সড়কপথটি এলাকার উন্নয়ন এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “নতুন এই সড়ক সেনাবাহিনীর জন্য কার্যকরী হবে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।”

এতে করে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় দ্রুত ও কার্যকরভাবে নিজেদের কার্যক্রম চালাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। নতুন সড়কপথ উদ্বোধনের ফলে স্থানীয় মানুষেরও উপকার হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.