গার্ডরেলে মোড়া লালবাজার চত্বর, পুজোয় রাস্তাতেই কাটলো রাত আন্দোলনকারীদের!
বুধবার রাতে 'অভয়া পরিক্রমা'-য় বেরিয়ে ত্রিধারা সম্মিলনী থেকে আটক করা হয়েছে ৯ জন আন্দোলনকারীকে। তাদের যতক্ষণ না ছাড়া হবে, ততক্ষণ লালবাজারের অদূরে বেন্টিঙ্ক স্ট্রিটে চলবে অবস্থান। এমনটাই জানা গেছে আন্দোলনকারীদের তরফ থেকে। কিন্তু ঘটনার সূত্রপাতটা কোথায়?
পুজোর আগে ১০ দফা দাবিতে গত শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল অর্থাৎ মহাষষ্ঠীর দিন মণ্ডপে মণ্ডপে আরজি করের প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা' করতে বেরিয়েছিল জুনিয়র ডাক্তাররা। ত্রিধারা সম্মিলনীতে গিয়ে তারা 'বিচার চাই, বিচার চাই' বলে স্লোগান তোলেন। সেই অভিযোগেই তাঁদের আটক করে লালবাজার থানার পুলিশ।
এই খবর পেয়েই ধর্মতলা থেকে অনশনকারীদের একটি দোল লালবাজার থানার উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে নিরাপত্তার স্বার্থে বেন্টিঙ্ক স্ট্রিটে বসানো হয় ব্যারিকেড। অভিযোগ উঠেছে যে আন্দোলনকারীদের আটকাতেই এই কাজ করা হয়েছে। তার সঙ্গে তাদের আটকাতে লালবাজারের আগেই থামিয়ে দেওয়া হয় তাদের বাস। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেছেন তারা।
ব্যারিকেডের সামনে বসেই এখনও পর্যন্ত চলছে আন্দোলন। আন্দোলনকারীদের লালাবাজার চত্বর থেকে দূরে রাখতে বসানো হয়েছে গার্ডরেল, থানার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। ঘন ঘন চলছে নজরদারি। তবে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ঘোষণাই করা হয়নি। অন্যদিকে, আটক হওয়া আন্দোলনকারীদের ছেড়ে না দেওয়া পর্যন্ত লালবাজারের সামনে অবস্থান চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।