আরজি কর কাণ্ডের জের, বোধনের দিন গোটা দেশে অনশন!
এবার জুনিয়র ডাক্তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গোটা দেশে হবে অনশন। এমনটাই জানানো হল ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পুজোর আবহে প্রতিবাদের তীব্রতাকে আরও জোরালো করে তুলতে ষষ্ঠীর দিন গোটা দেশে চলবে অনশন। আর পঞ্চমী অর্থাৎ আজ গোটা রাজ্যে যতগুলি মেডিক্যাল কলেজ আছে, সেখানে চলবে অনশন।
আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের মঞ্চে চলছে আমরণ অনশন। যতদিন না সরকার তাদের দাবি মানবে, ততদিন চলবে অনশন। শনিবার রাত থেকে না খেয়ে রয়েছেন ছ'জন জুনিয়র ডাক্তার। তাদের এই আন্দোলনকে সমর্থন করে ৬ অক্টোবর সিনিয়র ডাক্তাররাও বসেছিলেন ২৪ ঘণ্টার অনশনে। জুনিয়র ডাক্তারদের এই অনশনকে সমর্থন জানিয়েছে সাধারণ মানুষও।
উল্লেখ্য, ষষ্ঠীর দিন আরজি করের ঘটনার ন্যায়বিচারহীনভাবে দু'মাস পূরণ হবে। আর ষষ্ঠীর দিনেই হবে দেবীর বোধন। এই পুণ্যলগ্নে গোটা ভারতবর্ষজুড়ে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আপামর দেশের মানুষ। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেই এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
আজ ৫৯তম দিন। এখনও ন্যায়বিচার পায়নি তিলোত্তমা। এই কাণ্ডের প্রতিবাদে প্রায় দেড় মাস কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরে স্বাস্থ্যভবনের সামনে থেকে তারা কর্মবিরতি তুলে নেন। কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, অবস্থান উঠলেও তাদের আন্দোলন থামবে না। পুজোর আবহে আন্দোলনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলতে দেশব্যাপী অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।