কলকাতা মেডিক্যাল কলেজের ৫০ জন সিনিয়র ডাক্তারদের 'গণ ইস্তফা'

Hunger Strike of Junior Doctors: মহাষষ্ঠীর দিনে এবার ইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৫০ জন সিনিয়র ডাক্তার। মঙ্গলবার এই একইপথে হেঁটেছিলেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। প্রশাসনিক উদাসীন্যের কথা বারবার বলেছেন তারা। আজ অর্থাৎ বুধবার কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা জনিয়েছেন যে, প্রশাসনের তরফ থেকে কোনওরকম ইতিবাচক সাড়া না পাওয়ায় বাধ্য হয়েই তারা 'গণ ইস্তফা' দিতে বাধ্য হচ্ছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরপর দু'দিন শহরের দুই নামি মেডিক্যাল কলেজের এহেন 'গণ ইস্তফা'-র সিদ্ধান্তে নবান্নের উপর যথেষ্ট চাপ পড়বে। তবে, প্রশাসন সূত্রে খবর এটা ইস্তফা দেবার সঠিক পদ্ধতি নয়। সরকার পক্ষের জনৈক এক নেতার দাবি, ইস্তফা যদি দিতেই হয় তবে সঠিক পদ্ধতি মেনে দিতে হবে।

গত শনিবার থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সমর্থন জানাতে এগিয়ে এসেছে নাগরিক সমাজও। আজ মহাষষ্ঠীর দিন তাই জোড়া অভিযানের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া আরও নাম থাকা উচিত বলেই মনে করছেন তারা। তাই স্বচ্ছ তদন্তের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান এবং প্রতীকী মূর্তি নিয়ে মণ্ডপে মণ্ডপে 'অভয়া পরিক্রমা'-র কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডাক্তাররা।

নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে ইমেলও। 'তিলোত্তমা'-র ন্যায়বিচারের দাবি, হাসপাতাল চত্ত্বরে উপযুক্ত সুরক্ষা, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা সহ, জয়নগরের মতো ঘটনার উল্লেখও করা হয়েছে এই ইমেলের মাধ্যমে। 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.