জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন, পুলিশ কমিশনারের পদক্ষেপ নেবার ঘোষণা!

এবার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবার কথা জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আরজি কর কাণ্ডের আবহে রাজ্যের পরিস্থিতিকে সামাল দিতে ধর্মতলা চত্বরে জারি করা হয়েছে ১৬৩ ধারা। সেই ধারা চলাকালীন ধর্মতলায় চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন আন্দোলন। সোমবার পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই অনুষ্ঠানে গিয়েই একথা জানিয়েছেন তিনি।

কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন যে, এই প্রসঙ্গে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, শনিবার রাত থেকেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

এদিকে, কলকাতা পুলিশ নিরাপত্তার স্বার্থেই ধর্মতলা চত্বরে ১৬৩ ধারা জারি করেছে। সেই চত্বরেই চলছে আন্দোলন। সূত্রের খবর, এই অনশনের জন্য অনুমতি চেয়ে জুনিয়র ডাক্তারদের তরফে লালবাজারে ইমেল করা হয়েছিল। কিন্তু অনুমতি পাওয়া যায়নি। তবে অনুমতির জন্য অপেক্ষা করেননি জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত থেকেই চলছে অনশন। সোমবার সকালে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তের সমর্থনে অনশনে যোগ দিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ডাক্তাররা।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.