মহাষষ্ঠীতে জুনিয়র ডাক্তারদের জোড়া অভিযান
ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের অনশনের ৮৪ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। তবুও নীরব সরকার। জুনিয়র ডাক্তারদের সমর্থনে গতকাল ডিউটি থেকে গণ ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের ৫০জন শিক্ষক। অনেকেরই মতামত সরকারের উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দিয়েছেন ২৪ ঘন্টার সময়সীমা। তাও, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি।
অন্যদিকে, আজ মহাষষ্ঠীর দিন দেশব্যাপী ১২ ঘন্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে সর্বভারতীয় স্তরের চিকিৎসকদের পক্ষ থেকে। জানা গেছে বাংলার জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিবাদের ঝাঁঝকে আরও তীব্র করে তুলতে আজ জোড়া অভিযানে নামবে জুনিয়র ডাক্তারদের দল। একদিকে চলবে অনশন, অন্যদিকে চার্জশিটে সন্দীপ ঘোষের নাম নেই কেন সেই আওয়াজ তুলে চলবে সিবিআই অভিযান। তার সঙ্গে মণ্ডপে মণ্ডপে চলবে 'অভয়া পরিক্রমা'। প্রতীকী মূর্তি নিয়ে প্রতিবাদের ভাষাকে মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে দেবেন তারা।