দেবী দুর্গার আশীর্বাদে বাংলায় দুর্নীতি দমনের হুঙ্কার নাড্ডার!
আজ মহাসপ্তমীর পুণ্যলগ্নে রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয়সভাপতি জেপি নাড্ডা। এসেবেলুড় মঠে মায়ের দর্শন করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বেলুড় মঠে মায়ের কাছে প্রার্থনা করতে দেখা গেল তাঁকে। এরপর কর্মসূচি অনুযায়ী তিনি গেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপ পরিক্রমায়। আগের বছর এইপুজোয় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেকে মনে করছেন তিনি যেহেতু এইবার আসতে পারবেন না, তাই জেপি নাড্ডা এসেছেন বাংলায়।
আজকের এই পুণ্যতিথিতে তিনি বলেছেন, "আজ আমি রাজনীতি নিয়ে কোনও কথাবলবো না। তবে আমি শুধু এইটুকু বলতে চাই মা দুর্গার আশীর্বাদে বাংলায় যেন সকল দুর্নীতির দমন হয়।" এরপরই তিনি তাঁর পরবর্তী কর্মসূচির জন্য পাড়ি দিয়েছেন ওয়েস্টিনের উদ্দেশ্যে।
জানা গেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আরজি কর কাণ্ডঅর্থাৎ রাজ্যের সামগ্রিক এই টালমাটাল পরিস্থিতিনিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এছাড়াও, সামনে রয়েছে বিধানসভা নির্বাচন ও কেএমসি নির্বাচন।সেই বিষয়গুলিও এই বৈঠকে আলোচিত হবে বলেই মনে করাহচ্ছে। নিউটাউনের পাঁচতারা হোটেলের এই বৈঠকে জেপি নাড্ডার সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিশিষ্ট বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায় ওঅগ্নিমিত্রা পাল সহ বিশিষ্টজনেরা। আজ তিনি কলকাতাতেই থাকবেন নাকি দিল্লিতে উড়েযাবেন, সেই সম্পর্কে এখনও কিছু জানাযায়নি।