জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের সমাপ্তি, ওমর আবদুল্লার শপথের অপেক্ষা

ছ’বছরের বেশি সময় পরে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে। রবিবার কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আগামী সপ্তাহের শেষ দিকে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

সূত্র মারফত জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯-এর অনুচ্ছেদ ৭৩ এবং ভারতীয় সংবিধানের ২৩৯ ও ২৩৯এ অনুসারে ২০১৯ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে।

২০১৪ সালে বিজেপির সাথে জোট বেঁধে সরকার গঠন করেছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), কিন্তু ২০১৮ সালে দুই দলের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সরকার পতন ঘটে। এরপর ২০১৮ সালের ১৯ জুন রাষ্ট্রপতি শাসন আরম্ভ হয়। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিল করে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়: জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এনসি ও কংগ্রেস জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এনসি বিধায়কেরা সর্বসম্মতিক্রমে ওমর আবদুল্লাকে দলের নেতা হিসেবে নির্বাচিত করেন এবং সরকার গঠনের দাবি নিয়ে উপরাজ্যপাল মনোজ সিন্‌হার কাছে যান।

তবে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের নতুন সরকারের ক্ষমতা এবং প্রশাসনে উপরাজ্যপাল বা কেন্দ্রের ভূমিকা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এনসি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা জানিয়েছেন, নতুন সরকার জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.