এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব, আহত রোগীর আত্মীয়!
এবার এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ এল প্রকাশ্যে। জানা গেছে, উইকেট, হকি স্টিক নিয়ে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। জিনিসপত্র ভাঙচুরের সঙ্গে সঙ্গে, রোগীর আত্মীয়দের মারধর করার বিষয়ও সামনে উঠে আসছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এসএসকেএম হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগী এবং তাদের আত্মীয়রা। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এক রোগীর আত্মীয়র মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে স্থানীয় থানার পুলিশ।
জানা গেছে, রবিবার সকাল ৮টা নাগাদ একদল দুষ্কৃতী বাইকে করে হাতে উইকেট ও হকি স্টিক নিয়ে এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে ঢুকে পরে। তারপর হাসপাতালজুড়ে তাণ্ডব চালাতে থাকে তারা। ওই ট্রমা সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে মারধর করার অভিযোগও উঠেছে সেই দলের বিরুদ্ধে।
এই বিষয়ে এক জুনিয়র ডাক্তার অভিযোগ করেছে যে, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। রাজ্যের হাসপাতালগুলিতে যদি নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এরূপ হয়, তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে রাজ্যের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
জানা যাচ্ছে, রবিবার ১০-১৫ জনের একটি দল হঠাৎই এসএসকেএম-এ ঢুকে পরে তাণ্ডব চালায়। ওই হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন বাঁকুড়ার এক রোগী। আজই তার হাসপাতাল থেকে ছাড়া পাবার কথা ছিল। তারই এক আত্মীয়কে মারধর করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন বারংবার আরও তীব্র হয়ে উঠছে।