নাগরিক সমাজের মেইল: মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দাবি
জুনিয়র ডাক্তারদের দাবি পুরোপুরি যৌক্তিক এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য ইমেল করেছেন নাগরিক সমাজের একাংশ। বুধবার সকালে ৭৫ জনেরও বেশি মানুষের স্বাক্ষরসহ ওই চিঠিটি পাঠানো হয়েছে। স্বাক্ষরের মধ্যে শিক্ষা, চলচ্চিত্র, চিকিৎসা ও আইন বিভাগের সঙ্গে যুক্ত বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তিদের নাম রয়েছে।
ইমেলে লেখা হয়েছে যে, আরজি কর কাণ্ডের বিচার সহ আরও দশ দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ৯ অগস্ট থেকে চলছে এই আন্দোলন। হাসপাতাল চত্বরে সুরক্ষার কথা এবং থ্রেট কালচার উচ্ছেদের কথাও একাধিকবার শোনা গেছে তাদের মুখে। জয়নগরে শিশু হত্যার ঘটনা এবং পার্ক স্ট্রিট থানায় মহিলাকে নিগ্রহের মতো সাম্প্রতিক ঘটনার উল্লেখ করা হয়েছে ওই ইমেলে। এছাড়াও, সিসিটিভি ক্যামেরা লাগানো, পর্যাপ্ত ওষুধ ও মেডিক্যাল সামগ্রীর যোগান, সর্বোপরি নিরাপত্তার কথা সুনিশ্চিত করার উদ্দেশ্যে জুনিয়র ডাক্তারদের যেসব দাবি, সেগুলোকে ন্যায্য বলেই মনে করছেন নাগরিক সমাজের একাংশ।
নাগরিক সমাজের একাংশ মতামত প্রকাশ করেছেন যে, সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের যেসব প্রতিশ্রুতি পূরণের কথা বলা হয়েছিল, তার ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাটা অত্যন্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের তরফ থেকে আলোচনায় বসে এই সম্পর্কিত সব কথা জুনিয়র ডাক্তারদের জানানো হোক বলেই দাবি করেছেন নাগরিক সমাজের একাংশ।