চিকিৎসকদের কর্মবিরতির মাঝে শহরে পা রাখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আজ শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিকে দুর্গাপুজো ও অন্যদিকে আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে চলছে অনশন। প্রশাসনের সঙ্গে সমঝোতায় নারাজ তারা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন রাজ্যের পরিস্থিতি সামাল দিতে নাজেহাল, তখন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর সফর, রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। আজ মহাসপ্তমীর পুণ্য লগ্নে রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। পুজো মণ্ডপ থেকে বাংলায় দুর্নীতি দমনের হুঙ্কার দিয়েছিলেন তিনি।

রাজ্যের পরিস্থিতি দেখলে স্পষ্ট বোঝা যাবে যে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, এমনটাই মত জানিয়েছেন নাগরিক সমাজের একাংশ। তারপর আরজি কর আবহকে সামনে রেখে শহরের তিনটি নামি মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা একে একে ইস্তফা দিয়েছেন। অনেকের আশঙ্কা, ভবিষ্যতেও বোধহয় এই একই পথে হাঁটবেন দেশের সকল চিকিৎসকেরা। তার সঙ্গে কর্মবিরতি তো চলছেই। এই কর্মবিরতিকে কোনওমতেই অন্যায্য বলা যায় না।

আজ সাংগঠনিক বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই অনেকে আশা করেছিল। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষ থেকে কিছুই জানা যায়নি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন নীরব, তখন বাংলায় কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রীর আগমন কি কোনও আশার আলো দেখাবে? সেই উত্তর দেবে সময়।  

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.