রবিবার রাজ্যজুড়ে অরন্ধনের ডাক, বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি!
শুক্রবার এক নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। রবিবার রাজ্যজুড়ে অরন্ধনের ডাক দেওয়া হয়েছে। রবিবার হিসেবমত একাদশী তিথি পড়ছে। সেইদিনই এই কর্মসূচির ডাক দিয়েছে তারা। এছাড়াও, আগামী সোমবার বিভিন্ন বেসরকারি হাসপাতালেও আংশিক কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীদের সমর্থনে এই উদ্যোগ নিয়েছে তারা।
‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফ থেকে জানা গেছে, শুক্রবার রাত থেকে পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই নামের দুই জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করেছেন। এখনও পর্যন্ত উত্তরবঙ্গ সহ মোট ১০ জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশনের সঙ্গে সামিল হয়েছেন। তাই বোঝাই যাচ্ছে, এই আন্দোলন শুধু বাংলার নয়, এই আন্দোলনে সামিল গোটা দেশের মানুষ।
আজ অষ্টম দিন, অনশনরত রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের ১০ দফা দাবি পূরণ না হলে, উঠবে না অনশন। আইএমএ বেঙ্গলের তরফ থেকেও রবিবার ১২ ঘন্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় জেলায় চলবে এই অনশন। রাজ্য জুড়ে আগামী রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনশন চলবে।