সরকার ও জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতা চেয়ে দু’পক্ষকেই ইমেল অপর্ণা, পরমদের
আরজি করের কাণ্ডের সঠিক বিচার চেয়ে, সর্বোপরি রাজ্যের হাসপাতাল গুলিতে নিরাপত্তার সুব্যবস্থা সহ দশ দফা দাবিতে ধর্মতলা আমরণ অনশনে বসেছেন জুনিয়ার ডাক্তাররা। ইতিমধ্যেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অনশন নবম দিনে পা দিয়েছে। সরকারি উদাসীনতার অভিযোগে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক-সহ স্বাস্থ্য কর্মীরা।
এমন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে তৎপর হলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়-সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন। এ ব্যাপারে দু’পক্ষ চাইলে এই অচলাবস্থা কাটাতে তাঁরা উদ্যোগী হতে পারেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টকে রবিবার ই-মেল পাঠালেন তাঁরা।
ই-মেল মারফত পাঠানো চিঠিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নাগরিক সমাজের সক্রিয়তার প্রতি আস্থা রাখার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আর্জি রেখেছেন তাঁরা। পাশাপাশি, অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের দ্রুত অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তাঁদের আন্দোলনের ন্যায্যতা এবং যৌক্তিকতা স্বীকার করে চিঠিতে লেখা হয়েছে, “অনশনরত চিকিৎসক-বন্ধুদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, নাগরিক সমাজের এই সক্রিয়তায় আস্থা রেখে, আপনারা অনশন প্রত্যাহার করুন।”