সরকারের উপর আরও চাপ, ৫০ জন চিকিৎসকের গণ ইস্তফা!
জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার গণ ইস্তফা দিলেন সিনিয়র ডাক্তাররা। আজ আড়াই দিন হয়ে গেল ধর্মতলায় অনশনরত রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই আবহেই এবার একসঙ্গে আরজি কর কলেজের ৫০জন ডাক্তার দিলেন গণ ইস্তফা। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি যাতে সরকার মেনে নেয় সেইজন্যই এই ইস্তফা দিয়েছেন তারা।
আশঙ্কা করা হচ্ছে যে, পুজোর আবহে সিনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তে বিঘ্নিত হতে পারে রাজ্যের চিকিৎসা পরিষেবা। সরকার তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে ব্যক্তিগতভাবেও ইস্তফা দেবার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। গণ ইস্তফা দিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল পাঠিয়েছে তারা।
সেই ইমেলে লেখা রয়েছে যে, "জুনিয়র ডাক্তারদের একেবারে শেষ অস্ত্র হল আমরণ অনশন। জুনিয়র চিকিৎসকেরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই যে সরকার দ্রুত জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ করুক।" সরকার ব্যবস্থা না নিলে এই ইমেলের সঙ্গে তারা ব্যক্তিগতভাবে ইস্তফা দেবারও হুঁশিয়ারি দিয়েছেন।
কর্মবিরতি প্রত্যাহার করেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সিদ্ধান্তের সমর্থনে আজ গোটা রাজ্যজুড়ে এবং আগামীকাল গোটা দেশব্যাপী অনশনের কথা ঘোষণা করেছেন আইএমএ-এর চিকিৎসকেরা। পুজোর মধ্যেই প্রতিবাদের আওয়াজকে জোরালো করে তুলতে চাইছেন চিকিৎসকেরা।
আরও খবর দেখুন