পুজোর ভিড়ে 'অপ্রকাশিত' জনপ্রিয় সাহিত্যিকের জীবন!
এবার পুজোয় টলিপাড়ায় তিন-তিনটে ছবি, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, দেব অভিনীত 'টেক্কা', নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'বহুরূপী', পথিকৃৎ বসুর 'শাস্ত্রী'। ট্রেলার মুক্তির পর থেকেই তিনটি ছবি নিয়েই দর্শকমহলে কমবেশি উন্মাদনা দেখা যাচ্ছে। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করবে ছবিগুলি, এমনটাই আশা তিন ছবির নির্মাতাদেরই। 'টেক্কা', 'বহুরূপী', 'শাস্ত্রী' সঙ্গে এই পুজোয় বক্স অফিসে থাকছে সোহম আচার্য্য পরিচালিত ছবি 'অপ্রকাশিত'-ও, যেটি মুক্তি পেয়েছিল গত ৬ সেপ্টেম্বর।
জয় সেনগুপ্ত (Joy Sengupta), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), দেবলীনা দত্ত (Deboleena Dutta), লামা হালদার, রানা বসু ঠাকুর ও বুদ্ধদেব ভট্টাচার্য্য অভিনীত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে বেশ আশাজনক ফল করেছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে 'টেক্কা', 'বহুরূপী', 'শাস্ত্রী' সঙ্গে এই পুজোয় বড়পর্দায় দর্শকদের জন্য থাকছে স্বর্ণালী আচার্য্য প্ৰযোজিত ছবি 'অপ্রকাশিত'।
এই ছবির গল্প এক লেখককে ঘিরে। প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত হঠাৎই এক সমালোচনার মুখে পড়েন। পাঠক মহলে এই সাহিত্যিক বেশ জনপ্রিয়। কিন্তু হঠাৎই তাঁর ওপর অভিযোগ আসে, তিনি নাকি অন্যের লেখা নিজের নামে চালান। তাঁর প্রতি অভিযোগ, তাঁর দুই দশকের খ্যাতির আড়ালে নাকি লুকিয়ে রয়েছে জঘন্য এক অপরাধ এবং তা হল অন্য কারোও লেখা নিজের নামে চালানোর। জানা যায়, গুটিকয়েক সাংবাদিক ও অমিত দত্তের প্রাক্তন স্ত্রী ষড়যন্ত্র করে নাকি এই প্রচার করাচ্ছেন। অন্যদিকে, একটি শিশুহত্যার অভিযোগে অমিত দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অমিত কী পারবে এই সমস্ত প্রতিশোধ নিতে? আর কী সম্ভব লেখক হিসেবে তাঁর খ্যাতি ফিরে পাওয়া? সেই গল্প নিয়েই তৈরি 'অপ্রকাশিত'। তাই এই পুজোয় রহস্য প্রিয় সিনেপ্রেমীরা ইচ্ছে করলেই দেখতে পারেন রোমহর্ষক রহস্যের কাহিনি নিয়ে তৈরি এই ছবি।