বেঙ্গালুরুর যুবককে আত্মহত্যার প্ররোচনা! গ্রেফতার স্ত্রী!

বিবাহবিচ্ছেদের মামলায় হয়রানির শিকার হয়ে আত্মঘাতী হন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। এই বিষয়কে কেন্দ্র করে দেশজোড়া বিতর্কের মাঝেই গ্রেফতার করা হল অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংঘানিয়াকে। অতুলকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে তার স্ত্রীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। এর সঙ্গে এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিকিতার মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াকেও।
অতুল সুভাষের আত্মঘাতী হবার ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত হবার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে বেঙ্গালুরু পুলিশ। ঘটনাটি ঘটার তিন দিনের মধ্যেই বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় ডেকে পাঠানো হয় নিকিতা ও তার পরিবারকে। জানা গেছে, বিবাহবিচ্ছেদের মামলা করার আগে থেকেই উত্তরপ্রদেশের জৌনপুরে থাকতেন নিকিতা। হাজিরা দেবার খবর পেয়েই এলাহাবাদ কোর্টে আগাম জামিনের আবেদন করে নিকিতা ও তার পরিবার। তারপরই রবিবার গ্রেফতার করা হয় নিকিতা সহ তার পরিবারের তিনজনকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন অতুল সুভাষ। দীর্ঘ একটি ভিডিও ও ২৪ পাতার চিঠির মাধ্যমে আত্মঘাতী হবার আগে তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অতুল। সেই ভিডিও ও চিঠি মারফত জানা গেছে, উত্তরপ্রদেশের জৌনপুরের পারিবারিক আদালতে অতুল-নিকিতার বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন অতুলের বিরুদ্ধে একাধিক ভুয়ো অভিযোগ করা হয়েছে। এরই উপর ভিত্তি করে নিকিতা ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের এবং তাদের গ্রেফতার করা হয়।