বাংলাদেশে হবে নির্বাচন, জানাল 'ইউনূস' সরকার

শেখ হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশে নির্বাচন কবে হবে সেই নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে থাকে। আজ বিজয় দিবসের দিন  নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল 'ইউনূস' সরকার। সোমবার সকালে বাংলাদেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আগামী ২০২৫ সালের শেষার্ধ থেকে ২০২৬ সালের শুরুতেই বাংলাদেশে নির্বাচন হতে পারে।

নির্বাচন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্নও ছুঁড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্য আর কতমাস প্রয়োজন সেই নিয়েও ইউনূস সরকারের কাছে জবাব চেয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রশ্নবাণে অস্বস্তির মুখে পড়েছে 'ইউনূস' সরকার।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তার চার মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও সোনার বাংলায় শান্তি ফেরেনি। সংখ্যালঘু ও বিরোধী দলের মানুষের প্রতি বেড়েছে অত্যাচার। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলেই।

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.