রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে টাটার শেষকৃত্য, নরিম্যান পয়েন্টে রাখা তাঁর মরদেহ
বার্ধক্যজনিত অসুখের কারণে বুধবার রাতে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। শিল্পপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাও অনুরাগীরা আশা করেছিল তিনি ঠিক জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবেন। কিন্তু তা আর হল কই! সকলকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি দিলেন রতন টাটা।
এই খবর পাবার পরেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং শিল্পপতি আনন্দ গোয়েঙ্কা। প্রয়াত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ এই বিশিষ্ট শিল্পপতির মরদেহ শায়িত থাকবে। সেখানে সবাই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ইতিমধ্যেই দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে পৌঁছে গেছে রতন টাটার মৃতদেহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত সাধারণ মানুষ রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।