তেলেঙ্গানা পুলিশের নতুন ডেপুটি সুপার সিরাজ

তেলেঙ্গানার ডিজিপি জিতেন্দ্রের উপস্থিতিতে এবার তেলেঙ্গানা পুলিশের ডেপুটি সুপারের দায়িত্ব নিলেন স্বনামধন্য ক্রিকেটার মহম্মদ সিরাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অনবদ্য জয়ের পর তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে সম্মানিত করা হল সিরাজকে। চলতি বছরের জুলাই মাসেই ঘোষণা করা হয়েছিল যে, বাড়ি করার জন্য জমি ও সরকারি চাকরি দেওয়া হবে সিরাজকে। এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অবশেষে কথা দিয়ে কথা রাখলেন তিনি।

একথা সকলেরই জানা যে ডিএসপি পদের অধিকারী হতে গেলে নির্দিষ্ট ডিগ্রি অর্জন করতে হয়। কিন্তু, সিরাজের শিক্ষাগত যোগ্যতা মোটে ১২ ক্লাস অবধি। মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ে জানিয়েছিলেন যে, সিরাজের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকা সত্ত্বেও, দেশের নতুন প্রজন্মের প্রতি অনুপ্রেরণা প্রদানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তেলেঙ্গানায় বিধানসভা অধিবেশনের সময়ই এই প্রস্তাব আনা হয়েছিল।  

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গেছিলেন সিরাজ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর থেকে। এই সিরিজ শুরু হবার আগে নতুন পরিসরে, নতুন দায়িত্ব পেলেন সিরাজ। 
 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.