অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি
এবার অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মা। গত বৃহস্পতিবারেই আইসিইউতে ভর্তি করা হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের অন্যতম অনশনকারী অনিকেত মাহাতোকে। এখন তিনি সুস্থ আছেন। তবে এই আবহেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র ডাক্তার।
প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে না চাইলেও, পরে তার অবস্থা আরও অবনতির দিকে গেলে তাকে আইসিইইউতে নিয়ে যেতে হয়। সাত দিন ধরে অনশনে বসেছিল সে। এদিকে কলকাতায় যখন ১০ দফা দাবি নিয়ে অনশনের ডাক দেওয়া হয়েছিল, তখন উত্তরবঙ্গের শুরু হয় অনশন। এখন অবশ্য ওই জুনিয়র ডাক্তার অনেকটা ভালো আছেন।
বর্তমানে অনশনরত জুনিয়র ডাক্তারদের জন্য দিনে দু’বার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, সকলের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কিছু ডাক্তার মাথা ঘুরছেন, এবং প্রায় সবার রক্তে শর্করার মাত্রা কমছে। এর পাশাপাশি, রক্তচাপ এবং পালস রেট ওঠানামা করছে, এবং কিডনির সমস্যাও দেখা দিচ্ছে।