জীবন বাজি রেখে অনশন নয়, সিনিয়র ডাক্তারেরা দিলেন পরামর্শ

ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের বৈঠকের ১১৩ ঘন্টা পার হয়ে গেছে। বুধবার মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেও পাওয়া যায়নি কোনও সমাধান সূত্র। তার ফলস্বরূপ, অনশন আরও তীব্র ও দীর্ঘ হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এককথায় তারা এই বৈঠককে 'সময় নষ্ট' হয়েছে বলেই আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের সমর্থনে ১২ ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন সিনিয়র ডাক্তাররা। শহরের নামি তিনটি মেডিক্যাল কলেজ- আরজি কর মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ এবং এনআরএস মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা 'গণ ইস্তফা' দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষও।

এই আবহে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের দিলেন পরামর্শ। বৃহস্পতিবার সকালে ধর্মতলায় গিয়ে সিনিয়র ডাক্তারদের একাংশ জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন যে, তাদের দাবি যথার্থ। সেগুলিকে ছিনিয়ে আনতে হবে। কিন্তু, জীবন বাজি রেখে নয়। সিনিয়র ডাক্তাররা আরও জানিয়েছেন, "ওঁরা প্রত্যেকেই আমাদের সন্তানসম। প্রশাসনের কাছে অনুরোধ যে, তারা যেন এই দাবিগুলির প্রতি নজর দেন, প্রশাসনের আরও মানবিক হওয়া দরকার।"
 

Bharat TV

Today's BharaTV news is a digital news platform which is based in Kolkata. It provides every kind of news in Bengali and English.