সিঁদুরে কতটা রাঙা হলেন টলিপাড়ার সুন্দরীরা?
মা এবার বিদায় নিয়েছে। টলিপাড়ার সেলেব হোক বা আমজনতা, সকলেই সিঁদুর খেলার মাধ্যমে বিদায় জানিয়েছে মা দুর্গাকে। চলুন টলিপাড়া থেকে ঘুরে আসা যাক, জেনে নেওয়া যাক সিঁদুর খেলে কতটা রাঙা হলেন টলিপাড়ার নায়িকারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারকাদের ধুনুচি নাচ, সিঁদুর খেলার ছবি।
প্রতি বছরের মতো এই বছরেও দশমীর সন্ধ্যায় লাল পাড় সাদা শাড়িতে দেখা পাওয়া গেল রাজ-পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনী এবং রাজের সঙ্গে সিঁদুরে রাঙা হয়ে দেখা মিললো তার। দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এভাবেই তিনি প্রতিবছর আবাসনের দুর্গাপুজোয় মেতে ওঠেন।
অন্যদিকে পুজোয় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তীর অভিনীত ছবি 'বহুরূপী।' আপাতত বক্স অফিসে কামাল দেখাচ্ছে এই সিনেমা। মায়ের বিদায়বেলায় সাবেকি শাড়িতে সিঁদুরে লাল হয়ে উঠেছিলেন তিনি। আর মিমি চক্রবর্তীর বাড়ির পুজোয় খোশমেজাজে দেখা মিলেছিল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। ধুনুচি নাচে আবাসন প্রাঙ্গণ মাতিয়ে তুলেছিলেন তিনি। নুসরাত জাহান ও যশ দাশগুপ্তর দেখা মিললো সিঁদুর খেলার পর।
এবার দর্শনা আর সৌরভের বিয়ের পর প্রথম পুজো। তাই তাদের এক্সাইটমেন্ট ছিল দেখার মতো। চিরাচরিত লাল পাড় সাদা শাড়িতে বঙ্গ কন্যা দর্শনাকে দেখাচ্ছিল বেশ।